Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

এক নজরে মুন্সীগঞ্জ সদর উপজেলা:

১। উপজেলার নাম : মুন্সীগঞ্জ সদর ।

২। আয়তন: ৩৯৫৪১.৭২ একর /১৬০.০২ বর্গ কিলোমিটার / ৬১.৭৮ বর্গমাইল (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।

৩। সীমানা: উত্তরে –বন্দর উপজেলা,পূর্বে- গজারিয়া উপজেলা,দক্ষিণে- নড়িয়া উপজেলা,পশ্চিমে- টংঙ্গিবাড়ী উপজেলা ।

৪। ইউনিয়নের সংখ্যা ও নাম: ০৯ টি, পঞ্চসার, রামপাল, বজ্রযোগিনী, মহাকালী, চরকেওয়ার, মোল্লাকান্দি, আধারা, শিলই, বাংলাবাজার ।

৫। পৌরসভার সংখ্যা ও নাম: ০২ টি, মুন্সীগঞ্জ পৌরসভা ও মিরকাদিম পৌরসভা ।

৬। পৌরসভার ওয়ার্ড সংখ্যা: ১৮ টি।

৭। পৌরসভার মহল্লা সংখ্যা -৭৭ টি (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস)।

৮। গ্রামের সংখ্যা-১৯৭ (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।

৯। মৌজার সংখ্যা- ৭২ (সূত্র-জিও কোড হালনাগাদ কার্যক্রম, বিবিএস) ।

১০। মোট জনসংখ্যা-৩৯৯৫৬০ জন, পুরুষ- ২০২৭৮৬ জন, মহিলা- ১৯৬৭৭৪ জন (সূত্র-আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।

১১। জনসংখ্যা বৃদ্ধির হার: ১.৫৮

১২। ধর্মভিত্তিক জনসংখ্যা: মুসলিম-৩৬৫৬১৩ জন, হিন্দু-১৭৫৩৪ জন, বৌদ্ধ- ১১ জন, খ্রিস্টান-৫৭ জন, অন্যান্য- ০৮ জন।

১৩। পরিবার/খানার সংখ্যা: ৮২০৬০

১৪। হাউজহোল্ড সাইজ: ৪.৬২

১৫। মোট টিউবওয়েল: আর্সেনিকমুক্ত প্রায়-৯৮%

১৬। জনসংখ্যার ঘনত্ব: ১৭৫৭   জন প্রতি বর্গকিলোমিটারে , ৪৫৫২ জন প্রতি বর্গ মাইলে  (সূত্র – আদমশুমারি ও গৃহগণনা-২০১১,বিবিএস)

১৭। সংসদীয় আসন-০১ টি (মু্ন্সীগঞ্জ-০৩)

১৮। মোট ভোটার: ৩৫৫৫২৫ জন (পুরুষ-১৮৫৪০৮জন মহিলা-১৭০১১৭ জন) (সূত্র-উপজেলা নির্বাচন অফিস সদর, মুন্সীগঞ্জ )

১৯। জমির পরিমাণ: আবাদি-১২০৯৩ হেক্টর, আবাদযোগ্য-১১৮৯৫ হেক্টর, ফসলি জমি-২৪০০৯ হেক্টর। (সূত্র-উপজেলা কৃষি অফিস, সদর, মুন্সীগঞ্জ)।

২০। হাসপাতাল –সরকারি-০১ টি ।

২১। পোস্ট অফিস-প্রধান-০১ টি, শাখা-১৫ টি।

২২। শিক্ষা প্রতিষ্ঠান-সরকারি কলেজ-০২টি, বেসরকারি কলেজ-০৩টি, সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়-০১, মোট বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-২৯, সরকারি প্রাথমিক বিদ্যালয়-১১৫, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়-০১, মাদ্রাসা-০৫টি, বালিকা বিদ্যালয়-০২, কওমি মাদ্রাসা-২০, প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র-০১, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র-০১ টি (সূত্র-উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস, সদর, মুন্সীগঞ্জ)।

২৩। খাদ্য গুদাম-০২টি, মৎস্য খামার-০১ টি, বিসিক শিল্প নগরী-০১ টি (সূত্র-উপজেলা খাদ্য ও মৎস্য অফিস, সদর)

২৪। শিক্ষার হার: ৫৫.২% (পুরুষ-৫৬.২%, মহিলা-৫৪.২%) (সূত্র- আদমশুমারি ও গৃহগণনা-২০১১, বিবিএস)।

২৫। হাট-বাজার: ০৬ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

২৬। স্টেডিয়াম: ০১ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

২৭ । সিনেমা হল: ০১ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

২৮ । মসজিদ: ৩৬৬ টি।

২৯। মন্দির: ১২ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

৩০। প্যাগোডা: ০১ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

৩১ । ব্যাংক: তফসিলী ব্যাংক-১২ টি।

৩২ । বিদ্যুৎ বিতরণ কেন্দ্র: ০৮ টি।

৩৩। মোট ব্রিজ-১২১, কালভার্ট-৭৭ টি

৩৪ । এনজিও: ৪২ টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস, সদর, মুন্সীগঞ্জ)।

৩৫ । এতিমখানা: ০৩টি ( সূত্র-উপজেলা সমাজসেবা অফিস, সদর, মুন্সীগঞ্জ)।

৩৬ । পল্লী বিদ্যুৎ সমিতি: ০১ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

৩৭। ফায়ার সার্ভিস: ০১ টি (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ) ।

৩৮। মৎস্য খামার-০১ টি। (সূত্র-উপজেলা মৎস্য অফিস, সদর, মুন্সীগঞ্জ)

৩৯। দর্শনীয় স্হানসমূহ: ইদ্রাকপুর কেল্লা, সদর, মুন্সীগঞ্জ

অতীশ দীপঙ্করের ভিটেমাটি, বজ্রযোগিনী,

জগদীশ চন্দ্র বসুর বাড়ি,  বাবা আদমের মসজিদ, রামপাল (সূত্র-ইউএনও অফিস, সদর, মুন্সীগঞ্জ ।